গাজায় দুটি পারমাণবিক বোমার সমান বিস্ফোরক ফেলেছে ইসরায়েল
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত গাজায় ২৫ হাজার টনেরও বেশি বিস্ফোরক ফেলেছে তারা, যা দুটি পারমাণবিক বোমার সমান। পর্যবেক্ষক সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা লিটল বয় পরমাণু বোমাটি ১৫ হাজার টন উচ্চ বিস্ফোরক উৎপাদন করেছিল। বোমাটি এক মাইল (এক দশমিক ছয় কিলোমিটার) মধ্যে সবকিছু ধ্বংস করেছিল।
স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্র ও ছবিগুলোতে দেখা যায়, বোমা বর্ষণে গাজার আশেপাশের এলাকা সমতল হয়ে গেছে। ধ্বংস করা হয়েছে অনেক হাসপাতাল, স্কুল, উপাসনালয় ও ঘরবাড়ি। ধ্বংস হয়ে গেছে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা এবং পানি শোধনাগারগুলো।
ইসরায়েল জানিয়েছে, ৭ অক্টোবরের থেকে ১ নভেম্বর পর্যন্ত পর থেকে ১২ হাজার ফিলিস্তিনি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও ফিলিস্তিনি সরকারের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজার অর্ধেক ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ২৭৮টি শিক্ষা অবকাঠোমো ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৭০টি স্বাস্থ্য পরিষেবায় হামলা চালানো হয়েছে। মসজিদ, চার্চসহ ৬৯টি উপসনালয়ের ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে ৪৫টি অ্যাম্বুলেন্স ও ১১টি বেকারি।