গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট, পুতিনের ওপর নাখোশ ইসরায়েল
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট দিয়েছিল রাশিয়া। তবে, এ বিষয়ে রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের ওপর নাখোশ ইসরায়েলের জনগণ। দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু আজ রোববার (১০ ডিসেম্বর) এ কথা বলেছেন।
ইসরায়েলের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আজ পুতিনের সঙ্গে কথা বলেছেন নেতানিয়াহু। জাতিসংঘসহ অন্যান্য ফোরামে রুশ প্রতিনিধিরা ইসরায়েলের বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছে সে বিষয়ে পুতিনকে জানিয়েছেন তিনি।
নেতানিয়াহুকে পুতিনকে বলেছেন, সন্ত্রাসী হামলার শিকার যেকোনো দেশ যতটুকু শক্তি প্রয়োগ করে সে তুলনায় ইসরায়েল কম করছে।
গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবনা দেয় আরব আমিরাত। তবে, সেই প্রস্তাবনা যুক্তরাষ্ট্রের ভেটোতে বাতিল হয়ে যায়। আর এই প্রস্তাবনায় ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য। এ ছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সব সদস্যই যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেয়।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যমতে, হামাসের হামলায় অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়। তাদের মধ্যে বেশির ভাগই ছিলেন বেসামরিক নাগরিক। এ ছাড়া ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র সংগঠনটি।
প্রতিশোধ নিতে ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজা ও পশ্চিম তীরে ক্রমাগতভাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। হামাস নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর আকাশ, নৌ ও স্থলপথে চালানো হামলায় ফিলিস্তিনে অন্তত ১৭ হাজার ৭০০ মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।