ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/16/brunai_thum.jpg)
ব্রুনাই দারুস সালামে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আজ শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উদযাপন করা হয়। এদিন বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন।
বিজয় দিবসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে লাল-সবুজের বিজয়গাঁথা তুলে ধরা হয়। দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/12/16/brunei_in_1.jpg)
হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক-১) তন্ময় মজুমদার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজয় দিবসে বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এই শুভলগ্নে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাংলাদেশের হাইকমিশনার ও হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা এই বাণী পাঠ করে শোনান।
বাংলাদেশের হাইকমিশনার তার বক্তব্যে প্রথমেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি মহান স্বাধীনতার প্রধান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি আরও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতি, যার সবল ও বুদ্ধিদীপ্ত নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে এবং বিশ্বের মানচিত্রে ‘উন্নয়নের বিস্ময় ও রোল মডেল’ হিসেবে মর্যাদা লাভ করেছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/12/16/brunai_in_2.jpg)
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ কমিউনিটির সদস্য জাকির হোসেন দেশাত্মবোধক গান ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’ গেয়ে শোনান।
বিজয় দিবসের অনুষ্ঠানে চাইনিজ ভাষায় গান শুনিয়ে মনোরঞ্জন করেন লা ভিডা নামক সংস্থার সদস্য জোসিফিন।