আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার শেষ হবে : আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার শেষ হবে।’ আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজিত ‘একতা, সংস্কার, এবং নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপের দ্বিতীয় দিনের প্রথম সেশনে এ কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ আছে—গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান দায়িত্ব হলো গণহত্যার মামলা পরিচালনা করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গঠনের শুরুতে কোনো বিচারক বা তদন্ত কর্মকর্তা ছিল না। তবে এক সপ্তাহের মধ্যে একটি প্রসিকিউশন দল গঠন করা হয়েছে।’
আইন উপদেষ্টা বলেন, ‘বিচারিক প্রক্রিয়া তাড়াহুড়ো করে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আইনি প্রক্রিয়ায় কোনো অবহেলা হবে না এবং বিচারিক কার্যক্রমে কোনো দেরি হবে না।’
আসিফ নজরুল বলেন, ‘সব বিচার করবে আইন বিভাগ। কোনো গাফলতি করা হবে না। সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও ওবায়দুল কাদেররা কীভাবে পালিয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই প্রশ্ন করা হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউররাও (পিপি) পালিয়ে গেছে।’