উত্তর কোরিয়া ফের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, দাবি দ.কোরিয়ার
নতুন করে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ রোববার (১৭ ডিসেম্বর) সিউলের সামরিক বাহিনী থেকে এ তথ্য জানানো হয়। পিয়ংইয়ংয়ের পারমাণবিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি এবং সতর্কতার মধ্যেই উত্তর কোরিয়া ক্ষেপাণস্ত্রের পরীক্ষা চালিয়েছে। খবর এএফপির।
সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, ‘জাপান সাগরে অজ্ঞাত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।’
এএফপি জানিয়েছে, গত শুক্রবার ওয়াশিংটন ও সিউলের পারমাণবিক কনসালটেটিভ গ্রুপ একটি বৈঠকে বসে। উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষ হলে কীভাবে পারমাণবিক হামলা প্রতিরোধ করা হবে সে বিষয়ে আলোচনা করে। এরপরেই একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।
ওই বিবৃতিতে বলা হয়, যদি পিয়ংইয়ং সিউলে পারমাণবিক হামলা চালায় তার প্রতিক্রিয়া হবে দ্রুত ও অপ্রতিরোধ্য। হামলা চালালে কিম শাসনের অবসান ঘটবে।
গত বছর পিয়ংইয়ং পারমাণবিক শক্তি নিয়ে নিজেদের অবস্থার কথা স্পষ্ট করে। ওই তারা জানিয়েছিল, নিজেদের অস্তিত্ব রক্ষায় পারমাণবিক পরীক্ষা তারা কখনই বন্ধ করবে না। গত মাসে পিয়ংইয়ং সফলভাবে একটি সামরিক গুপ্তচর স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে। তখন থেকে দাবি করা হচ্ছে, ওই স্যাটেলাইট যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটিগুলোর ছবি সরবরাহ করছে।