রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উচ্ছ্বসিত তারকারা, ছিলেন না ৩ খান
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে বসেছে তারকাদের মিলনমেলা। সিনেমা, রাজনীতি, খেলাসহ বিভিন্ন ক্ষেত্রের তারকারা এসেছেন এই অনুষ্ঠানে। শ্রী রামজন্মভূমি ট্রাস্ট্রের নিমন্ত্রণে প্রায় আট হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়, যার মধ্যে রাজনীতিবিদরা যেমন আছেন, তেমনই আছেন শিল্পপতি, বলিউড সুপারস্টার ও আরও বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা। তবে ছিলেন না তিন খান খ্যাত বলিউডের সালমান, শাহরুখ, আমির। নিমন্ত্রণ না পাওয়ায় সেখানে তারা যাননি বলে বলছে সূত্র।
অনুষ্ঠান শুরুর অনেক আগেই পৌঁছান অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন। উপস্থিত হন মাধুরী দীক্ষিত, কঙ্গনা রানাওয়াত, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, অংশুমান খুরানা, রোহিত শেটি, রাজকুমার হিরানি, মহাবীর জৈনরা। তেলুগু তারকা চিরঞ্জীবি ও রাম চরণ। আরও উপস্থিত হন অভিনেতা মনোজ জোশী, রণদীপ হুডা, অনুপম খের প্রমুখ।
রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকর, অনিল কুম্বলে।