পাকিস্তানে পিটিআই সমর্থিত এমপি প্রার্থীকে গুলি করে হত্যা
পাকিস্তানে পিটিআই সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেহান জেব খানকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আজ বুধবার (৩১ জানুয়ারি) দেশটির খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার সিদ্দিকাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর ডনের।
দেশটির খার থানার হাউস অফিসার (এসএইচও) রাশেদ খান বলেন, নিহত রেহান জেব খান তার নির্বাচনি এলাকায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন। হঠাৎ অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তরা রেহান খানের গাড়িতে গুলি চালায়। পরে রেহানকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসএইচওর মতে, এই হামলায় আরও চারজন আহত হয়েছেন।
বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা কাশিফ জুলফিকার বলেন, “ঘটনাটি ‘টার্গেটেড কিলিং’ বলে মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।”
এদিকে, ন্যাশনাল অ্যাসেম্বলি আসনের জন্য পার্টি-সমর্থিত প্রার্থী রেহানকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। সংঘনটি বলছে, পিটিআইয়ের প্রার্থী ও জনসমাবেশে সন্ত্রাসী হামলা হচ্ছে। এতে নির্বাচনের নিরপেক্ষতার ওপর একটি বড় প্রশ্ন উত্থাপন হয়েছে।
এর আগে মঙ্গলবার বেলুচিস্তানের সিবিতে পিটিআইয়ের একটি সমাবেশে বোমা বিস্ফোরণ হয়। এতে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছিল। সিবিতে পিটিআইয়ের নির্বাচনি সমাবেশে হামলার পরদিনই দলের সমর্থিত ন্যাশনাল অ্যাসেম্বলি প্রার্থীকে হত্যার দায় অযোগ্য তত্ত্বাবধায়ক সরকারের ওপর বর্তাবে বলে জানিয়েছে পিটিআই।