পাকিস্তানে আত্মঘাতী হামলা, পুলিশের গুলিতে নিহত ৭
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/20/pakistan.jpg)
পাকিস্তানের বেলুচিস্তানের বন্দর শহর গোয়াদরে আজ বুধবার হামলার ঘটনা ঘটে। ছবি : এএফপি
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র আত্মঘাতী হামলার পর সাতজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আজ বুধবার (২০ মার্চ) বেলুচিস্তানের বন্দর শহর গোয়াদরে এ হামলার ঘটনা ঘটে। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন।
গণমাধ্যমটিকে দেশটির কর্মকর্তারা জানান, গোয়াদর বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সে জোরপূর্বক প্রবেশ করে হামলাকারীরা। গুলি চালানোর পর সাতজন সশস্ত্র হামলাকারী পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/03/20/pakistan_inner.jpg)
মাক্রান কমিশনার সাঈদ আহমেদ উমরানি বলেন, ‘হামলায় একাধিক বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে। অপরাধীদের বিরুদ্ধে ক্লিয়ারেন্স অপারেশন চালানো হচ্ছে।’
গোয়াদরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ক্যাপ্টেন (অব) জোহাইব মহসিন প্রাথমিকভাবে ডন ডটকমকে জানান, ‘আটজন সশস্ত্র হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। হতাহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।’