অস্ট্রেলিয়ায় শপিংমলে ছুরি হামলায় নিহত ৫
অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিং সেন্টারে ছুরি হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৩ এপ্রিল) দেশটির নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থ্যা এএফপি। এ ঘটনায় একটি শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্টনি কুক সংবাদ সম্মেলনে বলেন, ‘একজন সন্ত্রাসীর অপরাধ কর্মের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে। হামলাকারীর পরিচয় সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার উদ্দেশ্য কী ছিল সেটিও যানা যায়নি। অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।’
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘হামলার ঘটনায় আটজন আহতকে সিডনির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে। যাকে শহরের শিশু হাসপাতালে নেওয়া হয়।’
দেশটির গণমাধ্যমে সম্প্রচারিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অস্ট্রেলিয়ান রাগবি লিগের জার্সি পরা এক ব্যক্তি বড় ছুরি নিয়ে শপিং সেন্টারের চারপাশে দৌড়াচ্ছে। আর আহত ব্যক্তিরা মেঝেতে পড়ে আছে।