ইসরায়েলি হামলায় বড় ধরনের ক্ষতি হয়নি : ইরান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/19/iraane-israayyeli-haamlaa-thaamb-.jpg)
ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ইস্পাহান শহরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আজ শুক্রবার (১৯ এপ্রিল) এ তথ্য দেয় সংবাদমাধ্যমগুলো। খবর এএফপির।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে অনুযায়ী, আকাশ পথে চালানো ইসরায়েলি হামলায় বড় ধরনের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইস্পাহান শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দেয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের গণমাধ্যমগুলো জানায়, হামলার কারণে দেশটির বিভিন্ন শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে।
ইসরায়েল এর আগে জানিয়েছিল, তারা গত সপ্তাহে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বদলা নেবে। ইরান ইসরায়েলি ভূখণ্ডে ৩০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলা চালায়। যদিও ইসরায়েল বলেছে, এগুলোর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/04/19/iraane-israayyeli-haamlaa-inaar.jpg)
এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আজকের হামলায় ইস্পাহান প্রদেশের উত্তরপশ্চিমাঞ্চলে শেকারি সামরিক ঘাঁটিতে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন সফলভাবে গুলি করে নামিয়ে আনা হয়েছে। এ ছাড়া ইরানের বার্তা সংস্থা তাসনিম বিভিন্ন বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসফাহান শহরের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ নিরাপদ আছে।
ইরানের অপর বার্তা সংস্থা মেহের জানিয়েছে, রাজধানী তেহরান, ইস্পাহান, শিরাজ শহরসহ পশ্চিম, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিমানবন্দরগুলোতে বিমান ওঠা-নামা স্থগিত করা হয়েছে। পরে অবশ্য তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা শুরু হয়।
এদিকে, ইরানে বিস্ফোরণের খবর এশিয়ার বাণিজ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। আজ শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার খবরের পরপরই জ্বালানি তেলের দাম তিন শতাংশ বেড়ে যায়।