সংযুক্ত আরব আমিরাতের পর আঞ্চলিক উত্তেজনা না বাড়ানোর আহ্বান জর্ডানের
জার্মান-রাশিয়া-তুরস্কের পর সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের উত্তাপ না বাড়ানোর আহ্বান জানায়। এবার সেই আহ্বানে সুর মেলাল জর্ডান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এই অঞ্চলে যুদ্ধের হুমকির নিন্দা জানান। খবর আল-জাজিরার।
কাতার ভিত্তিক গণমাধ্যমটি বলছে, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে আজ শুক্রবার (১৯ এপ্রিল) এক পোস্টে বলেছেন, ‘আঞ্চলিক উত্তেজনায় যে বিপদ সৃষ্টি হতে পারে, আমরা তার বিরুদ্ধে সতর্ক করছি। যে সব কর্মকাণ্ড এই অঞ্চলকে যুদ্ধের দিকে ধাবিত করতে পারে, আমরা সেসব কর্মকাণ্ডের নিন্দা জানাই।’
আয়মান সাফাদি ওই পোস্টে আরও লেখেন, ‘গাজায় অমানবিক যুদ্ধ এখনই বন্ধ করতে হবে। গাজায় আগ্রাসনের অবসানের দিকেই বিশ্বের নজর থাকতে হবে।’