ট্রাম্পের পক্ষের সাক্ষীকে বিচারকের তিরস্কার
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানির সময় সোমবার (২০ মে) বিচারক খুয়ান মেরচান ট্রাম্পের পক্ষের সাক্ষী রবার্ট ক্যাস্টেলোকে আদালত থেকে বের করে দেওয়ার হুমকি দেন৷
ক্যাস্টেলোর আচরণ তার প্রতি ‘অবজ্ঞাসূচক’ ছিল বলে মনে করেন মেরচান৷
বিচার চলার সময় ক্যাস্টেলোকে ফিসফিস করে ‘বিরক্তিকর’ ও ‘হাস্যকর’ শব্দ দুটি উচ্চারণ করতে শোনা যায়৷ এক পর্যায়ে বিচারক মেরচান সাংবাদিকদের আদালতকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন৷ কিছুক্ষণ পর আবার সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়৷ ঐ সময়টায় বিচারক মেরচান সাক্ষী ক্যাস্টেলোকে তিরস্কার করেন এবং তাঁকে আদালত থেকে বের করে দেওয়ার হুমকি দেন৷ সোমবার শুনানি শেষে আদালত থেকে বের হয়ে ট্রাম্প সাংবাদিকদের ঐ ঘটনা সম্পর্কে জানিয়ে বলেন, আমি এর আগে এমনটা দেখিনি৷ বিচারক মেরচানকে ‘স্বেচ্ছাচারী’ বলে আখ্যায়িত করেন৷
ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প তাঁর তৎকালীন আইনজীবী মাইকেল কোহেনের এক পর্ন তারকাকে ঘুস দেওয়ার বিষয় গোপন রাখতে চেয়েছিলেন৷ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের আইনজীবী কোহেন মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে (প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড) এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে অভিযোগ৷ ঐ পর্ন তারকার দাবি, এক দশক আগে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প৷ ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন৷
ট্রাম্পের সেই আইনজীবী কোহেন এখন এই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মূল সাক্ষী৷ আর কোহেনের বক্তব্য নাকচ করতে ট্রাম্পের আইনজীবী দলের মূল ভরসা ক্যাস্টেলো, যিনি একজন সাবেক ফেডারেল আইনজীবী৷ আজ মঙ্গলবারও শুনানি চলবে৷ আগামী মঙ্গলবার এই প্রক্রিয়া শেষ হতে পারে৷