টিকটকেও ট্রাম্প, অনুসারী ৩৫ লাখ
নিজের প্রেসিডেন্ট আমলে ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ টেনে চীনভিত্তিক টিকটক অ্যাপ নিষিদ্ধ করতে চেয়েছিলেন ট্রাম্প। এবার তিনি নাকি খুলছেন অ্যাকাউন্ট। গত শনিবার @realdonaldtrump নামে অ্যাকাউন্টটি খোলার ২৪ ঘণ্টার না পেরোতেই অনুসারীর সংখ্যা পৌঁছে যায় ৩৫ লাখে।
যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি মানুষ টিকটক ব্যবহার করে। @realdonaldtrump নামে টিকটকে অ্যাকাউন্টে প্রথম শেয়ার করা ভিডিওটি আজ সোমবার (৩ জুন) রাত ৭টা ২২ পর্যন্ত ছয় কোটি ২৭ লাখ মানুষ দেখেছেন।
টিকটক ছাড়া এক্সে (সাবেক টুইটার) ট্রাম্পের আট কোটি ৭০ লাখ এবং তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ৭০ লাখের বেশি অনুসারী রয়েছে।