গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৩৭ হাজার

গাজা উপত্যকায় আজ সোমবার ইসরায়েলি সৈন্যরা। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত ছবির বরাতে এএফপি
হামাস অধিকৃত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার (১৭ জুন) জানিয়েছে, গত আট মাসের যুদ্ধে সেখানে অন্তত ৩৭ হাজার ৩৪৭ জন নিহত হয়েছে। খবর এএফপির।
ফরাসি সংবাদ সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৭ হাজার ৩৪৭ জন নিহতের মধ্যে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০ জন মারা গেছে।

আরও বলা হয়েছে, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করার পর যুদ্ধ শুরু হয়। এরপর থেকে আট মাসে গাজা উপত্যকায় ৩৭ হাজারের বেশি নিহতের পাশাপাশি মোট ৮৫ হাজার ৩৭২ জন আহত হয়েছে।