পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি৷
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল পাঁচটার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর ও ভবানীপুরে এ দুর্ঘটনাগুলো ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি জানান, ভলকা নামক একটি বাস পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখী যাওয়ার পথে পাবনাগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ চারজনের মৃত্যু হয়৷ এ ছাড়া গুরুতর আহত দুজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিকে একই সময় উপজেলার ভবানীপুর নামক স্থানে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের হেলপারের মৃত্যু হয়৷ এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।