পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত, আহত ২

নওগাঁর মহাদেবপুরে ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই ডাকাত। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ভোররাত ৪টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ডাকাতের নাম মিজানুর রহমান (৪৮)। সে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামের বাসিন্দা।
আহত দুই ডাকাত হলেন রুবেল হোসেন ও মাসুদ রানা। আহত অবস্থায় তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা জানান, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ছয়টি স্থানে বেরিকেড দেয় এবং ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা বেরিকেড ভেঙে পালিয়ে যাওয়ার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে মিজানুর রহমান নামের একজন মারা যায়। ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, আহত দুই ডাকাত মাসুদ রানা ও রুবেল হোসেনকে আটক করা হয়েছে। তাদের সদর হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিহত ডাকাতের মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের বাড়ি দিনাজপুর, বগুড়া এবং নওগাঁ জেলার মহাদেবপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও জানান, নিহত ও আটককৃত তিন ডাকাতের বিরুদ্ধে উত্তরাঞ্চলের বেশ কয়েকটা থানায় ডাকাতির মামলা রয়েছে।