ডেমোক্রেটদের উজ্জীবিত করছেন কমলা হ্যারিস
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন ডেমোক্রেট দলের পক্ষ থেকে আগামী নির্বাচনের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘সুইং স্টেট’ হিসেবে পরিচিত এই রাজ্যটিতে রিপাবলিকান দলের সঙ্গে ডেমোক্রেটদের সবসময়ই হাড্ডাহাড্ডি লড়াই হয়ে আসছে। খবর এএফপির।
রাজ্যটির এলেনটাউন শহরের সোয়া লাখ বাসিন্দার একজন ও ডেমোক্রেট দলের ভলান্টিয়ার বিল লেইনার তার দলের জয়ের বিষয়ে খুবই আশাবাদী। ডেমোক্রেটদের নীল রংয়ের প্রতীকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আমরা একটি নীল ভূমিধস বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি, এখানকার লোকজন বেশ উজ্জীবিত।’
যুক্তরাষ্ট্রের নির্বাচনি ইতিহাসে এক নজীরবিহীন ঘটনা হিসেবে গত রোববার প্রেসিডেন্ট জো বাইডেন পুনর্নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পাশাপাশি তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে অনুমোদন দেন।
এ বিষয়ে ৭০ বছর বয়সী বিল লেইনার বলেন, ‘কমলা হ্যারিসকে বেছে নেওয়ার সিদ্ধান্তটি সঠিক হয়েছে, যদি আমরা তাকে বেছে না নিতাম, তবে আমরা হেরে যেতাম।’ তিনি জানান, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিপর্যয়কর পারফরমেন্সের পর জো বাইডেনের সরে দাঁড়ানো ও কমলা হ্যারিসকে বেছে নেওয়ার সিদ্ধান্ত সঠিক।
বিল লেইনার আরও বলেন, ‘তিনি (কমলা হ্যারিস) ট্রাম্পকে ধরাশায়ী করবেন।’ তিনি যখন এ কথাগুলো বলছিলেন তখন সেখান থেকে কিছুটা দূরেই নির্বাচনের প্রচারণার আগের সরঞ্জামগুলো স্তূপ হয়ে পড়ে ছিল।
পেনসিলভানিয়ার স্ক্র্যানটন শহরের একজন অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা জিমি স্পাং বেশ আবেগতাড়িত হয়ে বলেন, ‘জো বাইডেন ভুল কিছু করেননি। তবে এই মানুষটার সঙ্গে যা করা হয়েছে তা ঠিক হয়নি।’ তবে তার ভাষায় ‘আঙ্কেল জো’ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও তিনি বাইডেনের প্রতি আস্থা রেখে ডেমোক্রেটদের প্রতি সমর্থন জানিয়ে যাবেন।
জিমি স্পাং বলেন, ‘যদি জো বাইডেন কমলা হ্যারিসকে সমর্থন করেন, তবে আমিও কমলা হ্যারিসকে সমর্থন করব।’ তার কথায় ডোনাল্ড ট্রাম্প যদি জিতে যান, তবে দেশ গভীর সমস্যায় পড়বে।
এদিকে, কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট প্রার্থী হন তবে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে পেনসিলভানিয়ার গভর্নর জশ সাপিরোর নাম।