বাংলাদেশের ইলিশে মাত কলকাতা
বাংলাদেশ থেকে ইলিশ পৌঁছেছে ভারতে। তারপর বাক্স থেকে তা বের হয়ে ছড়িয়ে পড়েছে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে। পাতিপুকুর, কলকাতা ও হাওড়ার কয়েকটি পাইকারি বাজারে ক্রেতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দুই ধরনের ইলিশই পৌঁছেছে সেসব বাজারে—কিছু ইলিশ এক কেজি বা তার বেশি ওজনের আর কিছু ইলিশ এক কেজির কম ওজনের।
কলকাতার বিভিন্ন বাজারে বিক্রেতারা বাংলাদেশের ইলিশ নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। মানিকতলা, গড়িয়াহাট, লেক মার্কেটের মতো বড় বাজারে তো বটেই, অন্য ছোট বাজারেও বিক্রি হচ্ছে এই ইলিশ। এরমধ্যে গড়িয়াহাট বাজার বাংলাদেশের ইলিশে জমজমাট।
পাইকারি বাজারে এক কেজির থেকে বড় ইলিশের দাম উঠেছে এক হাজার ৬০০ টাকা থেকে এক হাজার ৭০০ টাকা৷ এক কেজির নিচের ইলিশের দাম এক হাজার ৪০০ টাকা থেকে দেড় হাজার টাকা৷ এই ইলিশ যখন বাজারে গিয়ে বিক্রি হচ্ছে, তখন তার দাম কেজিপ্রতি চাওয়া হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা। ফলে কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ এলেও তা হয়ত অনেকের ধরাছোঁয়ার বাইরে৷ তা সত্ত্বেও সাধারণ মধ্যবিত্ত মানুষ অন্য খাতে খরচ কমিয়ে ইলিশ কিনে রসনা তৃপ্তি করছেন।
পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, মাত্র ৫০ টন ইলিশ এসেছে৷ ১০০ টনের মতো এলে দাম একটু কম হতো৷ কিন্তু কম ইলিশ আসায় দাম তুলনায় বেশি৷
গঙ্গার ইলিশেরও নামডাক কম নয়৷ কিন্তু পশ্চিমবঙ্গের অনেকের মতে, পদ্মার ইলিশের স্বাদ অনেক ভালো৷ পাতিপুকুরের মাছ ব্যবসায়ী দুলাল সামন্ত জানিয়েছেন, ‘পদ্মার ইলিশের ওজন বেশি হয়৷ বাংলাদেশ থেকে এক কেজি থেকে এক কেজি ৮০০ গ্রাম ওজনের মাছ বেশি আসো এক কেজির কম ওজনের মাছও আসে, কিন্তু গঙ্গার ইলিশ ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের হয়। পদ্মার ইলিশের স্বাদ তাই ভালো হয়।’
গড়িয়াহাটে ইলিশ কিনছিলেন সুজিত পাত্র। তিনি বলেন, ‘যারা ইলিশ কেনে, তারা দামের চিন্তা করে না। ইলিশ যত বেশি সময় নদীর পানিতে থাকবে, তত নোনা ভাব কেটে যাবে, তত তার স্বাদ বাড়বে৷ যারা ইলিশ খান, মাছ চেনেন, তারা ভালো করে বোঝেন, গঙ্গা ও পদ্মার ইলিশের তফাৎ কোথায়?’
গড়িয়াহাট বাজারে ইলিশ কিনতে এসেছিলেন অজন্তা রায়৷ তিনি জানালেন, কাজের জন্য অনেকবার বাংলাদেশ গেছেন৷ বাংলাদেশের ইলিশের জন্য তার আলাদা টান আছে৷ এই ইলিশ খেলে মন ভালো হয়ে যায়৷ দাম অনেক বেশি হওয়া সত্ত্বেও তাই তিনি ইলিশ কিনেই বাড়ি ফিরছেন৷
লেক মার্কেটে এসে ইলিশ কিনছিলেন রুদ্র রায়। তিনি বললেন, ‘বাংলাদেশের ইলিশ একটু লম্বাটে হয়৷ স্বাদেও অপূর্ব। যারা বাংলাদেশের ইলিশ চেনেন, তারা একবার দেখলেই বুঝে যাবেন, কোন ইলিশ ঢাকা থেকে এসেছে৷’
মানিকতলা বাজেরে ইলিশ কেনার ফাঁকে শ্যামল সাউ জানান, ‘কোনো সন্দেহ নেই, বাংলাদেশের ইলিশের দাম বেশি। কিন্তু তার স্বাদটাও দেখতে হবে। স্বাদটাই তো আসল। তাই কোলাঘাটে রূপনারায়ণের ইলিশ যেমন আমার পছন্দ, তেমনই পছন্দ বাংলাদেশের ইলিশ।’