জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নির্মাণ শ্রমিক-ডাক্তারসহ নিহত ৭
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/21/india-thum.jpg)
ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছয়জন নির্মাণ শ্রমিক ও একজন ডাক্তার নিহত হয়েছেন। গতকাল রোববার (২০ অক্টোবর) গভীর রাতে জম্মু-কাশ্মীরের গান্দারবাল এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ক্যাম্প হাউজিং কাজের সময় শ্রমিকদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। শ্রমিকরা সেখানে নির্মাণাধীন একটি টানেলে কাজ করছিলেন। খবর এএফপির।
এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। এ ছাড়া হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
জম্মু-কাশ্মীরের সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ শ্রমিকদের ওপর হামলাকে ‘জঘন্য ও কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ‘শ্রমিকরা এলাকার কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কাজ করছিলেন। জঙ্গী হামলায় সাতজন মারা গেছেন। আরও দুই থেকে তিনজন গুরুতর আহত হয়েছেন। আমি জোড়ালোভাবে এ ঘটনার তীব্র নিন্দা জানাই। নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মেজর সিনহা বলেন, ‘বর্বরোচিত এই ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। পুলিশ, সেনা ও নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ ঘটনার সঠিক বিচার নিশ্চিত করা হবে।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/10/21/india-attac.jpg)
দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কারি ভয়াবহ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে মন্ত্রী বলেন, ‘নিরীহ এই শ্রমিকরা খুব গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কাজ করছিলেন। কঠোরভাবে এ হামলার নিন্দা জানাচ্ছি।’
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করা এবং সাধারণ মানুষের মধ্যে সহিংসতা ও সন্ত্রাস ছড়ানোর মতো কাজগুলো মানবতাবিরোধী অপরাধ। সারা দেশের মানুষ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ।