‘ভারতকে ভালোবাসি’ বলে থাকার মেয়াদ বাড়ল তসলিমা নাসরিনের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/22/taslima_nasrin.jpg)
ভারত থেকে বিতাড়িত হওয়ার শঙ্কায় ছিলেন বাংলাদেশে থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বারবার আবেদন করেও দেশটিতে থাকার জন্য মেয়াদ বাড়ছিল না তার। পরে সোজাসুজি অমিত শাহকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলের পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ভারতকে ভালোবাসি...আমায় থাকতে দিন।’ এরপর জানা গেল, তার থাকার অনুমতির মেয়াদ (রেসিডেন্স পারমিট) বেড়েছে। খবর হিন্দুস্তান টাইমস, মিন্ট, এক্স হ্যান্ডেল।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/10/22/india_in.jpg)
১৯৯৪ সালে দেশ ছাড়তে হয়েছিল তসলিমাকে। ইসলাম বিরোধী লেখালেখির জন্য তিনি দেশ ছেড়ে এরপর দীর্ঘদিন ইউরোপ-আমেরিকায় থাকার পর ভারতে ঠাঁই নেন তিনি। ২০০৪ সাল থেকে টানা তিন বছর পশ্চিমবঙ্গে ছিলেন তসলিমা। এরপর লেখা বই ‘দ্বিখণ্ডিত’ নিষিদ্ধ হওয়ার পর হুমকির মুখে পড়ে কলকাতা ছাড়েন তিনি। বর্তমানে রেসিডেন্স পারমিট নিয়ে দিল্লিতে বসবাস করছেন তসলিমা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/10/22/india_in_1.jpg)
সম্প্রতি রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হতে চললে তা বাড়াতে কেন্দ্রে আবেদন করেন তসলিমা নাসরিন। কিন্তু, তাতে সাড়া পাচ্ছিলেন না তিনি। একথা নিজেই এক্স হ্যান্ডেলে জানান এই লেখিকা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে তাকে হ্যাশ ট্যাগ করে সোমবার মাইক্রোব্লগিং সাইট এক্সে পোস্টের মাধ্যমে তিনি বলেন, ‘প্রিয় অমিত শাহ জি, নমস্কার। আমি ভারতে থাকি, কারণ আমি এই মহান দেশকে ভালোবাসি। গত ২০ বছর ধরে ভারত আমার দ্বিতীয় বাড়ি। কিন্তু গত ২২ জুলাই থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার রেসিডেন্ট পারমিট নবায়ন করছে না। এ নিয়ে আমি খুব চিন্তিত। আমি কৃতজ্ঞ থাকব যদি আপনি আমাকে থাকতে দেন। উষ্ণ অভ্যর্থনা।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/10/22/india_in2.jpg)
এরপর ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও মিন্ট তাদের প্রতিবেদনে তসলিমার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়ানোর তথ্য জানিয়েছে। একইসঙ্গে এক্সে তসলিমার পোস্টে অমিত শাহকে ধন্যবাদ জানাতে দেখা গেছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/10/22/india_in_4.jpg)