মার্কিন নির্বাচন : ডিক্সভিল নচে সমান ভোট পেলেন কমলা-ট্রাম্প
যুক্তরাষ্ট্রে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচ গ্রামে সমান সংখ্যক ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক কমলা হ্যারিস। এ ফলাফল যেন হোয়াইট হাউসের জন্য জাতীয় নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিফলন।
উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যটির ক্ষুদ্র জনগোষ্ঠীর গ্রামটিতে তিনটি করে ব্যালট পেয়েছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। কয়েক দশক ধরে সারা দেশে ভোটকেন্দ্র খোলার কয়েক ঘণ্টা আগে মধ্যরাতে ভোটগ্রহণ শুরু হয় এ গ্রামে।
নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনি আইন অনুযায়ী, ১০০ জনেরও কম বাসিন্দার এলাকাগুলোতে ভোটকেন্দ্রগুলো মধ্যরাতে খোলা যায়। সমস্ত নিবন্ধিত ভোটাররা তাদের নাগরিক দায়িত্ব পালন শেষে সেগুলো বন্ধ করে দেওয়া হয়।
ডিক্সভিল নচের বাসিন্দারা সবাই ২০২০ সালে তৎকালীন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। ১৯৬০ সালে এ গ্রামে মধ্যরাতে ভোটদানের ঐতিহ্য শুরু হয়।