পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/06/jaasttin_ttruddo.jpg)
কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। নিজ দল লিবারেল পার্টির প্রচণ্ড চাপের মুখে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (৬ জানুয়ারি) দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ট্রুডো। খবর বিবিসির।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, লিবারেল পার্টি নতুন নেতা বেছে নেওয়ার আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
এর আগে দ্য গ্লোব অ্যান্ড মেইল রোববার (৫ জানুয়ারি) তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/01/06/kaanaaddaa_inaar.jpg)
জাস্টিন ট্রুডো ২০১৩ সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেসময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।
রয়টার্স বলছে, ট্রুডোর এই পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটিকে এমন এক সময়ে স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক মাঠে ছেড়ে দেবে যখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে-চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে।