লাতিন আমেরিকায় চীনের প্রভাব দমনে ঝটিকা সফরে মার্কো রুবিও
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/rubio_thaamb.jpg)
লাতিন আমেরিকার দেশগুলোতে চীনের প্রভাব দমন করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঝটিকা সফর শুরু করেছেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তিনি কোস্টারিকায় পৌঁছেছেন। তার এই ঝটিকা সফরের শুরুটা হয় পানামায় যাওয়ার মাধ্যমে। পানামা খালের আশপাশের দেশগুলোতে চীনের প্রভাব কমিয়ে আনতেই এই সফরের আয়োজন। খবর এএফপির।
পানামার মতো কোস্টারিকাও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই দেশগুলোতে চীনের বিনিয়োগ উল্লেখ করার মতো বেড়েছে। কোস্টারিকা ২০০৭ সালে তাইওয়ানের পরিবর্তে চীনের প্রতি তাদের স্বীকৃতির কথা জানায়। লাতিন আমেরিকার বেশকিছু দেশও একই পথে হাঁটে। তবে কোস্টারিকার ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে বেশ অনেকটা আশাবাদী যুক্তরাষ্ট্র, কেননা চীনের সঙ্গে কোস্টারিকার সম্পর্ক এখন বেশ তলানিতেই রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার সফরে কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো শাভেজের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। ২০২৩ সালে প্রেসিডেন্ট শাভেজ চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াউইকে তার দেশের ফাইভ-জি নেটওয়ার্কের নিলামে অংশ নিতে দেননি। সাইবার অপরাধ নিয়ে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানানোর জন্য এই ব্যবস্থা নেন তিনি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/04/rubio_inaar.jpg)
রুবিও তার সফরে কীভাবে কোস্টারিকার পাশের দেশ নিকারাগুয়াকে নিজেদের বলয়ে আনা যায় তা নিয়েও আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। কেননা গত সপ্তাহে দেশের সংবিধান পরিবর্তন করে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়া নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের জন্য একরকম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
মার্কো রুবিও তার ঝটিকা সফরে যাবেন লাতিন আমেরিকার পাঁচটি দেশে। এর আগে গত সোমবার তিনি এলসালভেদর সফর করেন। আজ মঙ্গলবার তিনি কোস্টারিকা থেকে যাবেন গুয়াতেমালাতে।