মালয়েশিয়া-ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফরে এরদোয়ান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/erdoan.jpg)
ত্রিদেশীয় সফরে বের হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) মালয়েশিয়া দিয়ে শুরু হয় তার চার দিনের এই যাত্রা। এরপর ইন্দোনেশিয়া সফরে যাবেন তিনি। চলতি সপ্তাহের শেষে পাকিস্তান সফরের মধ্য দিয়ে তিনি এই যাত্রার ইতি টানবেন।
ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ানের এই সফরে বৈশ্বিক ঘটনাবলি থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে ফিলিস্তিন-ইসরায়েল, সিরিয়ার বর্তমান পরিস্থিতিসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক বিষয়গুলো।
তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুর খবরে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ানের শাসনামলে পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি দেশদুটি প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। নৌযান ও মনুষ্যবিহীন আকাশযান (ইউভি) নির্মাণে এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
এর আগে ২০২০ সালে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে পাকিস্তান সফর করেছিলেন এরদোয়ান। সফরে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।
পাকিস্তান সফরে যাওয়ার আগে গতকাল সোমবার এরদোয়ানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রেসিডেন্ট জারদারির পর্তুগালে রাষ্ট্রীয় সফরকালে ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময়ে এ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক আগ্রহের বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।