বলিভিয়ায় পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে, নিহত ২৫

বলিভিয়ায় পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের গিরিখাতে পড়ে ২৫ যাত্রী নিহত হয়েছে। সোমবার (৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের পোতোসি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ২৬ জন গুরুতর আহত হয়েছে। খবর এএফপির।
গত কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা বলে জানিয়েছে পোতোসি শহরের স্থানীয় কর্তৃপক্ষ। তারা আরও জানায়, এক মাসের মধ্যে এটি বড় ধরনের তৃতীয় সড়ক দুর্ঘটনা। গত শনিবার লাতিন আমেরিকার অন্যতম উৎসব ওড়ুরা কার্নিভালে যোগ দেওয়ার পথে ইউনি শহরের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৭ জন মারা যায়।
অন্যদিকে, সোমবারের দুর্ঘটনাটি ঘটে পোতোসি শহর থেকে ৯০ কিলোমিটার উত্তরে। আনদিয়েন শহর হতে ওড়ুরা কার্নিভাল থেকে ফেরার পথে ঘটে এই মারাত্মক দুর্ঘটনা। তদন্তকারীরা সন্দেহ করছেন পিকআপ ট্রাকচালক মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন সে সময়। ট্রাকটি লেনের সীমা অতিক্রম করে উল্টো দিক থেকে আসতে থাকা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর পিকআপচালককে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটির সিটিজেন অবজারভেটরি সংস্থা জানায়, এক কোটি ২০ লাখ অধিবাসী অধ্যুষিত বলিভিয়ায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় গড়ে এক হাজার ৪০০ লোক মারা যায়।
গত ১৭ ফেব্রুয়ারি পোতোসি শহরের বাইরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৮০০ মিটার নিচে গিরিসংকটে পড়ে গেলে মারা যায় কমপক্ষে ৩০ জন লোক। এ ছাড়া জানুয়ারি মাসে পোতোসি শহরের কাছে একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়লে ১৯ জন নিহত হয়। কর্তৃপক্ষ মনে করে দ্রুতগতির কারণেই বেশির ভাগ দুর্ঘটনা ঘটছে।