ট্রাম্পের ইরান আক্রমণের হুমকি, ‘কঠোর’ হুঁশিয়ারি খামেনির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান আক্রমণের হুমকির পর এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসলামি প্রজাতন্ত্রে (ইরান) হামলা হয় তাহলে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।
আজ সোমবার (৩১ মার্চ) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সোমবার ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির কথা উল্লেখ করে খামেনি বলেন, ‘তারা দুষ্কর্ম করার হুমকি দিচ্ছে, যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে তারা অবশ্যই একটি শক্তিশালী পাল্টা আক্রমণের মুখোমুখি হবে।’
এর আগে, গত শনিবার (২৯ মার্চ) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে তাদের ওপর বোমা হামলা চালানো হবে।’
ট্রাম্পের বরাত দিয়ে এক প্রতিবেদনে এনবিসি নিউজ জানিয়েছে, যদি তারা কোনো চুক্তি না করে, তাহলে ইরানের ওপর বোমা হামলা চালানো হবে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প ইরানকে অতিরিক্ত শুল্ক আরোপ (সেকেন্ডারি ট্যারিফ) করে শাস্তি দেওয়ারও হুমকি দিয়েছেন।
তবে ট্রাম্প কি কেবল মার্কিন বিমান দিয়ে বোমা হামলার হুমকি দিচ্ছেন নাকি ইসরায়েলের সঙ্গে সমন্বিত অভিযানের মাধ্যমে আক্রমনের হুমকি দিয়েছেন তা স্পষ্ট নয়।
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের পর থেকে, ট্রাম্প ইরানের ওপর তার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ নীতি পুনর্বহাল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রাষ্ট্রপতি হিসেবে প্রথম মেয়াদে এই নীতির অধীনে ২০১৮ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত একটি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। সে সময় থেকেই তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। বিষয়টি অস্বীকার করে তেহরান জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।