করোনা আতঙ্ক : সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা
করোনাভাইরাসের প্রভাব পড়েছে দেশের নাট্যাঙ্গনেও। আগামীকাল বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারাদেশে নাট্য প্রদর্শনীসহ নাট্যদলগুলোর আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
আজ মঙ্গলবার গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে আগামীকাল বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজধানীর জাতীয় নাট্যশালাসহ শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ১২৫ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৪৭ জন বলে জানা গেছে।
এরই মধ্যে বিশ্বের ১৬৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে ভয়াবহ। দেশটিতে কয়েকদিন ধরে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৫৮ জনে। অন্যদিকে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৯৮০ জনে।
বাংলাদেশেও করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।
একইসঙ্গে সভা-সমাবেশ ও বড় ধরনের জমায়েত পরিহার করে চলার পরামর্শও দেওয়া হয়েছে।