বইমেলায় উনাইসার কিশোর উপন্যাস ‘অরিবের অদ্ভুত স্বপ্ন’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে খুদে লেখক উনাইসা তিজান খান এর কিশোর উপন্যাস ‘অরিবের অদ্ভুত স্বপ্ন’। উনাইসার এর আগে তিনটি গল্পের বই- ‘ছোটদের বড় গল্প’, ‘গল্পই গল্প’, ‘বইপোকা’ ও উপন্যাস ‘রক্তছায়া’ প্রকাশিত হয়েছে। বহুমুখী প্রতিভার অধিকারী উনাইসার এবারের কিশোর উপন্যাসটি ইতোমধ্যে সাড়া ফেলেছে।
উপন্যাসের গল্পে দেখা যায়- অরিব খুব শান্ত প্রকৃতির ছেলে। বয়স মাত্র ১০। সে তার প্রখর কল্পনাশক্তি ও সৃজনশীল চিন্তাধারা গল্প লেখা ও ছবি আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলে। এছাড়াও তার ইচ্ছা চেঞ্জমেকার হওয়ার; যে সমাজে বড় পরিবর্তন আনবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলা তার স্বপ্ন। যে পৃথিবীতে পরিবেশ ও মানুষের মন দুটোই হবে দূষণমুক্ত, পরিষ্কার। কিন্তু এই স্বপ্নপূরণ করতে গিয়ে নানা বাধার মুখে পড়তে হয় অরিবকে। তাকে অনুপ্রেরণা না দিয়ে সবাই উল্টো কটূ কথা শোনায়। হাসি-ঠাট্টা করে। সব মিলিয়ে অরিব বেশ কঠোর সময় পার করছিল। হঠাৎ এমনই এক রাতে আশ্চর্যজনকভাবে অরিব তার স্বপ্নে খুঁজে পায় নতুন এক জগত। সেখানে সে তার নিজের স্বপ্নকে নিয়ন্ত্রণ করার ‘সুপার পাওয়ার’ লাভ করে। এভাবেই শুরু হয় এক নতুন যাত্রা। অরিবের অদ্ভুত স্বপ্নের বন্ধুরা তাকে তার স্বপ্ন পূরণের পথ দেখিয়ে দেয়। অরিব একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার প্রতিজ্ঞা করে এবং সে অনুযায়ী চেষ্টা চালিয়ে যায়।
উনাইসা তিজান খান এর কিশোর উপন্যাস ‘অরিবের অদ্ভুত স্বপ্ন’ গল্পের বাঁকে বাঁকে রোমাঞ্চ তৈরি করে কিশোর পাঠকদের নিয়ে যাবে স্বপ্নের জগতে।
এখানে বলে রাখা ভালো, উনাইসা তিজান খান ওয়াইডাব্লিউসিএ স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার জন্ম ২০০৮ সালের ২৮ অক্টোবর। মা জ্যোৎস্না আক্তার শারমিন ও বাবা লিছানুল হক খান তারেক। উনাইসার জন্ম ঢাকায় হলেও পৈতৃক বাড়ি টাঙ্গাইলের কালিহাতী থানার পাইকড়া গ্রামে। শিশুবেলা থেকেই ছড়া-কবিতা, গল্প ও শিশুতোষ নাটক লেখা শুরু করে। ২০১৬ সালে তার লেখা একটি গল্প জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। তার লেখা শিশুতোষ ছন্দনাটক ‘চাঁদের দেশে’বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ২০১৯ সালে মঞ্চায়ন হয়। মাত্র ৬ মাস বয়সে টেলিভিশনের পর্দায় অভিনয় শুরু করে উনাইসা। এরপর থেকে নিয়মিত টেলিভিশন নাটক, উপস্থাপনা, বিজ্ঞাপনচিত্র, মঞ্চনাটক ও বাংলাদেশ বেতারের নাটকে অভিনয় করছে। মঞ্চনাটকে অভিনয়ের জন্য দুবার ভারত সফরেও গেছে। টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য দুবার শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার অর্জন ছাড়াও ২০১৯ সালে শিল্পকলা একাডেমি তাকে মঞ্চকুঁড়ি পদক প্রদান করে। উনাইসার শখ বইপড়া, ছবি আঁকা, নিয়মিত পত্রিকা পড়া ও ভ্রমণ করা।