শূন্য আর্ট স্পেসে চলছে শিল্পী ফাহিম চৌধুরীর চিত্রপ্রদর্শনী
শূন্য আর্ট স্পেসে চলছে শিল্পী ফাহিম চৌধুরীর প্রথম একক চিত্রপ্রদর্শনী।
গত ১১ নভেম্বর রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত শূন্য আর্ট স্পেসে শিল্পী ফাহিম চৌধুরীর প্রথম একক চিত্রপ্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য শিল্পী শহিদ কবির। বিশেষ অতিথি ছিলেন শিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান।
‘অবয়ব’ শীর্ষক ফাহিম চৌধুরীর একক প্রদর্শনীটি ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে করা বাছাইকৃত ১৬টি শিল্পকর্ম নিয়ে সাজানো। শিল্পী জানান, মানুষের মনস্তাত্ত্বিক পরিচয় খোঁজার চেষ্টাই এ শিল্পকর্মের মূল উদ্দেশ্য ছিল।
২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন (রোববার বন্ধ) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শূন্য আর্ট স্পেস খোলা থাকবে।