সায়েন্সফিকশন ডাইজেস্টের প্রথম সংখ্যা
বাজারে পাওয়া যাচ্ছে হাসান খুরশীদ রুমী সম্পাদিত বিজ্ঞানমনস্ক বাংলা পত্রিকা সায়েন্সফিকশন ডাইজেস্ট। পয়লা জুন প্রকাশিত সংখ্যাটি সায়েন্সফিকশন ডাইজেস্টের প্রথম সংখ্যা। ভিন্নধর্ম এবং প্রচুর লেখা ঠাঁই পেয়েছে পত্রিকাটিতে। হুমায়ূন আহমেদের সায়েন্সফিকশন কাজ নিয়ে রয়েছে আলাদা আয়োজন।
সায়েন্সফিকশনের প্রায় প্রতিটি ফর্মের আলোচনা ঠাঁই পেয়েছে এই আয়োজনে। ফিচারে রয়েছে ১৫টি রচনা। এর মধ্যে রয়েছে সায়েন্সফিকশনের অনুবাদ, সায়েন্সফিকশনের সংজ্ঞা ও ইতিহাস এবং আইজ্যাক আজিমভকে নিয়ে দুটি রচনা।
ফিচারের পরেই রয়েছে ইমদাদুল হক মিলনের বড় গল্প ‘ছোট সবুজ মানুষ’। এ ছাড়া আরো সাতটি ছোট গল্প রয়েছে। বইয়ের রিভিউতে রয়েছে টোবিয়াস বাকেলের লেখা ‘আর্কটিক রাইজিং’ বইয়ের রিভিউ। ব্লগ থেকে নেওয়া নির্বাচিত একটি লেখা ছাপানো হয়েছে এই সংখ্যায়।
সায়েন্সফিকশন লেখকদের চিঠি বিভাগে ছাপানো হয়েছে ফিলিপ কে ডিকের একটি চিঠি। শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চিকে নিয়ে রয়েছে বিশেষ আয়োজন। সায়েন্সফিকশন সিনেমার রিভিউ বিভাগে ড্যানিয়েল এম কিমেলের একটি লেখা ‘চাঁদে উড়াল : কল্পবিজ্ঞান চলচ্চিত্রে প্রণয়’ শিরোনামে অনুবাদ করা হয়েছে।
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সায়েন্সফিকশন লেখা নিয়ে করা হয়েছে বিশেষ আয়োজন। হুমায়ূন আহমেদের তৈরি সায়েন্সফিকশন চরিত্র ফিহা নিয়ে আলোচনা করা হয়েছে বেশ কয়েকটি লেখায়। বইয়ের প্রচ্ছদ নিয়ে লিখেছেন প্রচ্ছদ ও চিত্রশিল্পী ধ্রুব এষ। বাড়তি পাওনা হিসেবে যোগ করা হয়েছে হুমায়ূন আহমেদের ১৩টি সায়েন্সফিকশন বইয়ের রিভিউ।
সায়েন্সফিকশন ডাইজেস্টের উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন আহসান হাবীব। শিল্প উপদেষ্টা ধ্রুব এষ। নির্বাহী সম্পাদক বিধান রিবেরু। সায়েন্সফিকশনের চমৎকার এই পত্রিকাটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা।