গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১৫ জন গুণী নাগরিকের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁদের হাতে পদক তুলে দেওয়া হয়।
৮ ফেব্রুয়ারি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ভাষা আন্দোলনে মরহুম পিয়ারু সরদার, মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে দ্বিজেন শর্মা, মুহম্মদ নূরুল হুদা ও শিল্পকলায় মরহুম আবদুর রহমান বয়াতি, এস এ আবুল হায়াত ও এ টি এম শামসুজ্জামান, শিক্ষায় অধ্যাপক ডা. এম এ মান্নান ও সনৎকুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্ণা ধারা চৌধুরী, সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী।
একুশে পদক দেশের জাতীয় ও সর্বোচ্চ বেসামরিক পদক। ভাষা, শিল্প-সাহিত্য, শিক্ষা, গবেষণা, অর্থনীতি, সংবাদ, সমাজের বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ও জাতীয় অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ পদক দেওয়া হয়।
ভাষাশহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে এ পদক দেওয়া হচ্ছে। প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি স্বর্ণপদক, একটি সম্মাননা সনদ এবং পুরস্কারের অর্থমূল্য দেওয়া হয়।