শেখ মেহেদী হাসানের কবিতার বই ‘সত্যাপি আমার স্বর’
কবি শেখ মেহেদী হাসানের নতুন কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে এবার অমর একুশে গ্রন্থমেলায়। বইটির নাম ‘সত্যাপি আমার স্বর’। প্রকাশ করেছে চমনপ্রকাশ। মূল্য ১৫০ টাকা।
শেখ মেহেদী হাসান বলেন, ‘কবিতা কেবলই প্রিয়ার প্রতি প্রেম নিবেদন বা তার বন্দনাই নয়। প্রকৃতি, জীবন বা পৃথিবীর রহস্য উন্মোচনের ধ্যানই শুধু কবিতার বিষয়বস্তু নয়। কবিতা প্রতিবাদ, প্রতিরোধ এবং বিপ্লবের এক শক্তিশালী মাধ্যম, এক কার্যকর সাংস্কৃতিক যুদ্ধ। এবারের সংকলনটি কবিতার শিল্প-রাজনৈতিক শক্তি এবং সাংস্কৃতিক সত্তা প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস। পৃথিবীর সব শব্দসৈনিকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. শেখ মেহেদী হাসান। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কালের কঙ্কাল’ প্রকাশ পেয়েছিল গত বছর।