বইমেলায় তৌহিদুর রহমানের বই
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে জনপ্রিয় ঔপন্যাসিক তৌহিদুর রহমানের বেশকিছু বই। তাঁর ‘নিতু বলছি’ উপন্যাসটি প্রকাশ করেছে অনন্যা। মূল্য ১২০ টাকা।
পার্ল পাবলিকেশন্স প্রকাশ করেছে ‘অতসী’। মূল্য ১২০ টাকা। রোমান্টিক উপন্যাসটি সম্পর্কে তৌহিদুর রহমান বলেন, ‘কিছু কিছু দূরে চলে যাওয়া কাছে থাকার চেয়েও বেশি পাশে থাকা হয়।’
‘আমার আপনার চেয়ে আপন যে জন’ শিরোনামে একটি কবিতার বইও প্রকাশ পেয়েছে তৌহিদুর রহমানের। প্রকাশ করেছে অন্বেষা। মূল্য ১৬০ টাকা।
অন্যদিকে, বাংলাপ্রকাশ প্রকাশ করেছে তৌহিদুর রহমানের কিশোর উপন্যাস ‘দ্য ফেয়ারলেস ফোর’। মূল্য ২৫০ টাকা।