অনুরূপ আইচের দুই বই
জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচের দুটি বই প্রকাশিত হয়েছে এবার অমর একুশে গ্রন্থমেলায়। বইগুলোর নাম ‘প্রেমভাগ্য’ ও ‘প্রেম এত সস্তা না’। বই দুটি প্রকাশ করেছে শুদ্ধ প্রকাশ। এর মধ্যে ‘প্রেমভাগ্য’ বইটি পাঠক ভালোভাবে গ্রহণ করেছেন বলে জানান শুদ্ধ প্রকাশের কর্ণধার হিরন্ময় হিমাংশু।
বই দুটি সম্পর্কে অনুরূপ আইচ বলেন, ‘সারা বছর লেখালেখি করি। বইমেলার প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। প্রতিবারের মতো এবারও পাঠক আমার বই ভালোভাবে গ্রহণ করছেন জেনে ভালো লাগছে। পাঠকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
অনুরূপ আইচের অন্য বইগুলোর মধ্যে রয়েছে ‘প্রেমহীনা’,‘প্রেমলীলা’,‘প্রেমময়’ ও ‘অ্যালকোহল’ ইত্যাদি।