পারমিতা হিমের ‘উত্তম ও মানসীর রহস্যময় প্রেম’
লেখক পারমিতা হিমের নতুন উপন্যাস ‘উত্তম ও মানসীর রহস্যময় প্রেম’। অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে এটি। প্রকাশ করেছে কথাপ্রকাশ।
পারমিতা হিম বলেন, ‘উপন্যাসটি গতানুগতিক প্রেমের ধারার নয়, রহস্যময়। বর্তমান সময় ও সমাজের মানুষের টানাপড়েন ও সম্পর্কের গল্প এখানে আছে।’
লেখালেখির পাশাপাশি পারমিতা হিম সাংবাদিকতা ও উপস্থাপনা করছেন। গত বছর প্রকাশিত হয় তাঁর লেখা প্রথম উপন্যাস ‘নারগিস’। উপন্যাসটি পাঠক ভালোভাবে গ্রহণ করেছেন। ‘উত্তম ও মানসীর রহস্যময় প্রেম’ উপন্যাসটি থেকেও পাঠকের ভালো সাড়া পাচ্ছেন পারমিতা হিম।