রাজীব হাসানের ‘বোকা বাবা ও কিডন্যাপার’
রাজীব হাসানের লেখা নতুন কিশোর উপন্যাস ‘বোকা বাবা ও কিডন্যাপার’। এবার অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশিত হয়েছে। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির মূল্য ১৫০ টাকা।
বইটির গল্পে দেখা যাবে, কিডন্যাপারের ডেরায় দাঁড়িয়ে হর দাদু। তার সামনে চারজন কিডন্যাপার। চেয়ারে দড়ি দিয়ে বাঁধা জয়িতা। কিডন্যাপ হয়ে যাকে মনে হচ্ছে মহাখুশি। ওদিকে জয়িতার খোঁজে পাগলপারা বাবাকে ফোন করে রহস্যময় কণ্ঠ কি না বলছে, আপনার মেয়ে আমাদের কিডন্যাপ করেছে! জয়িতার মুক্তিপণের জন্য কেন চাওয়া হচ্ছে মাত্র ১০ টাকা? রোজ দুপুরে কোথায় নিরুদ্দেশ হয় জয়িতার বিড়াল গাবলুশ? হর দাদুর কাছে এর চেয়েও জটিল প্রশ্নটা হলো, কে এই কিডন্যাপিংয়ের হোতা?
এর আগে রাজীব হাসানের লেখা ‘হরিপদ ও গেলিয়েন’ ও ‘আমাদের শহরে বাঘ এসেছিল’ বই দুটি প্রশংসিত হয়েছিল।