মেলায় জাহীদ রেজা নূরের বই
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে জাহীদ রেজা নূরের বেশ কিছু বই। এর মধ্যে শব্দরুপ প্রকাশনা থেকে বের হয়েছে তাঁর পাঁচটি বই।
বইগুলো হলো ‘পেতিয়া আর লালটুপির মেয়েটি’, ‘খিদে পেয়েছে কিভাবে বলতে হয় ভুলে গিয়েছিল বিড়ালছানা’, ‘পালিয়ে যাওয়া খিদের খোঁজে’, ‘হারিয়ে যাওয়া সময়ের গল্প’ ও ‘বড় হব কেমন করে’।
রুশ রূপকথার গল্প থেকে লেখক বইগুলো অনুবাদ করেছেন। বইগুলোর একমাত্র পরিবেশক ঝিঙেফুল প্রকাশনী।
বইগুলো সম্পর্কে লেখক জাহীদ রেজা নূর বলেন, ‘বইগুলো অন্যরকম। পাওয়া যাচ্ছে শিশু চত্বরের ঝিঙেফুল প্রকাশনীতে। দাম খুব কম কিন্তু আপনার শিশুর জন্য তা সোনার খনি।’