রকিব হাসানের নতুন উপন্যাস ‘পার্টি রহস্য’
কিশোর মুসা রবিনের নতুন অভিযান নিয়ে অমর একুশে বইমেলায় (২০১৯) এসেছে রকিব হাসানের সম্পূর্ণ নতুন উপন্যাস ‘পার্টি রহস্য’। বইটি প্রকাশ করেছে ‘কালো’ । প্রচ্ছদ করেছেন তানভীর এনায়েত। ৬৪ পৃষ্ঠার বইটির দাম ১৫০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় ‘কালো’ র স্টল নম্বর ৩৩৬-এ।