দেখি ছোট ছবি
ফ্রাঁসোয়া ত্রুফোর দুষ্টু ছেলের দল
‘দুষ্টু ছেলের দল’, ফরাসি ভাষায় ‘লে মিসতঁ’, বিখ্যাত পরিচালক ফ্রাঁসোয়া ত্রুফোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আজ ২১ অক্টোবর ফ্রাঁসোয়া ত্রুফোর প্রয়াণ দিবস। ১৯৮৪ সালের এদিনে মস্তিষ্কে কর্কট রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জন্মেছিলেন ১৯৩২ সালের ৬ ফেব্রুয়ারি।
‘লে মিসতঁ’ নামের ছোট ছবিটিকেই ত্রুফোর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয়। ১৯৫৫ সালে নির্মিত ‘উন ভিসিত’ নামের একটি ছোট ছবির পর এটিই তাঁর দ্বিতীয় ছবি। ত্রুফো নিজেই এই দুষ্টু ছেলের দল ছবি সম্পর্কে বলেছেন, ‘আমার প্রথম সত্যিকারের ছবি।’ তা ছাড়া এই ছবির মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেত্রী বের্নাদেত লাফোঁর। ছবিটিতে অভিনয় করার সময়েই তিনি জেরার্ড ব্লাঁয়ের স্ত্রী ছিলেন। জেরার্ডও অভিনয় করেছেন এই ছবিতে।
‘লে মিসতঁ’ ছবিতে ত্রুফোর সেই ‘মার্কামারা ট্র্যাকিং’ শট দেখতে পান দর্শক, যেটা পরবর্তী সময়ে ত্রুফোর নিজস্ব স্টাইলে পরিণত হয়। এসব কৌশলকেই পরবর্তী সময়ে ফরাসি নবতরঙ্গবাদী চলচ্চিত্রের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয়।
ছবিতে পাঁচ কিশোরকে দেখা যায় সারা দিন ঘুরে বেড়াতে। তারা আগ্রহী এক তরুণীর প্রতি। কিন্তু তরুণীর প্রেমিককে তারা ঈর্ষা করে। কাহিনীর একপর্যায়ে তরুণীর ওই প্রেমিক মৃত্যুবরণ করে। তরুণীটি ধারণ করে শোকের কালো পোশাক। কিশোর বয়সী ছেলেদের পরিপূর্ণ নারীর প্রতি যে আগ্রহ সেটাই ১৭ মিনিটে ফুটিয়ে তুলেছেন ফ্রাঁসোয়া ত্রুফো এই ছবিতে।
ম্যুরিস পোঁয়ের গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রবার্ত লাশোনে। ১৯৫৮ সালের ৬ নভেম্বর মুক্তি পায় ছবিটি। ত্রুফোর প্রয়াণ দিবস উপলক্ষে এনটিভি অনলাইনের পাঠক ও দর্শকদের জন্য নিচে পুরো ছবিটি দেওয়া হলো।