Beta

অণু গল্প নিয়ে ঐহিকের যাত্রা

২৯ এপ্রিল ২০১৯, ১৭:২৬

ফিচার ডেস্ক

আগামী ৪ মে শনিবার বিকেল ৫টায় ঐহিক বাংলাদেশ-এর প্রারম্ভিক সংখ্যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। অণু ও মুহূর্তগল্পের এই  সৃজনশীল সংখ্যার শিরোনাম ‘অণু থেকে উত্তরণে'। মোড়ক উন্মোচন, কথা গল্প পাঠ ও আন্তর্পাঠের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে দীপনপুরে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি জুয়েল মাজহার, আশরাফ আহমেদ, ঝর্ণা রহমান. ওবায়েদ আকাশ, কথাসাহিত্যিক নাসরীন জাহান, পারভেজ হোসেন,  মুম রহমান, মোজাফফর হোসেন প্রমুখ গুণীজনেরা।

Advertisement