জয়নুল গ্যালারিতে ‘টেন ডাইমেনশন্স’
১০টা দুয়ার, খুলেই ভিন্ন ভিন্ন জগত। ১০ দিগন্ত জয় করার অদম্য আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে আসছে ১০ রঙের কারিগর । কোথাও রঙের ছোঁয়ায় ফুটে উঠেছে আদিমতা, কোথাও প্রেম, প্রকৃতি, প্রণয়, ভালোবাসা আবার কোনো ক্যানভাসে প্রতিবাদ এসব নিয়েই ঢাকা বিশ্ববিদ্যায়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ‘টেন ডাইমেনশন্স’ শিরোনামে শুরু হয়েছে সপ্তাহব্যাপী দলীয় চিত্র প্রদর্শনীর। চারুকলা অনুষদের ১৭তম ব্যাচের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ১০ জন শিক্ষার্থী শিল্পীর ২২টি চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে।
গত ১ নভেম্বর বিকেল ৪টায় প্রদর্শনীটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন ও অধ্যাপক আবুল বারক আলভীসহ শিক্ষকমণ্ডলী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ছবি আঁকা যতটা শ্রমসাপেক্ষ ও অধ্যবসায়ের ব্যাপার, প্রদর্শনীর আয়োজন করাটা একজন শিল্পকর্মীর জন্য ততটাই কঠিন। কতিপয় দুর্বৃত্ত আজ সমাজের সৃষ্টিশীল, সৃজনশীল মানুষদের ওপর হামলা চালাচ্ছে, হত্যা করছে এবং শিক্ষা-সংস্কৃতিকে ব্যাহত করার যে চেষ্টা চালাচ্ছে, এই প্রদর্শনীর চিত্রকর্মগুলোই চিত্রভাষার মাধ্যমে দর্শকদের সেই প্রশ্নের জবাব দেবে। সৃষ্টিশীল, সৃজনশীল কর্মকাণ্ডের পরিচয় এই চিত্র প্রদর্শনী। তিনি এই প্রদর্শনীর সার্বিক সাফল্য এবং ছাত্রছাত্রীদের শিল্পী জীবনের সর্বাঙ্গীণ সমৃদ্ধি কামনা করেন ।
শিল্পী অধ্যাপক নিসার হোসেন বলেন, এই চিত্র প্রদর্শনীটি একদল উদীয়মান নতুন শিল্পীর, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা চলাকালেই নিজেদের চিন্তা ভাবনা আর অনুভূতিগুলোকে নিজেদের মতো করে প্রকাশ করার চেষ্টা করেছে । তাদের ছবিতে প্রকৃতি, মানুষের গল্প ও সময় উঠে এসেছে আঙ্গিক বৈচিত্র্যের মধ্য দিয়ে । নিসার হোসেন আরো বলেন এই প্রদর্শনীর মধ্য দিয়ে তরুণ এই শিল্পীদের নতুন পথ চলার সূচনা হলো এবং আমি তাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন, রাজীব ভুইয়া, মেহনাজ তাবাসসুম, জিন্নাতুন জান্নাত, মিহান, ফেদায়া শাহনাজ, নির্মল অধিকারী, আরিফা ইভানা, নুসরাত জাহান, অনুরাধা সাহা ও অপরাজিতা রহমান।
প্রদর্শনী চলবে আগামী ৭ নভেম্বর (প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা) পর্যন্ত।