আন্তর্জাতিক মিনিয়েচার শিল্পকলা প্রদর্শনী
গ্যালারি চিত্রক ও গ্যালারি অ্যাথেনাতে ২৭টি দেশের ৩২৩ জন শিল্পীর আট শতাধিক শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে ৫ম টোন আন্তর্জাতিক মিনিয়েচার শিল্পকলা প্রদর্শনী।
গত ১৩ নভেম্বর বিকেল ৫টায় গ্যালারি চিত্রকে পঞ্চম টোন আন্তর্জাতিক মিনিয়েচার শিল্পকলা প্রদর্শনী ও প্রতিযোগিতার প্রথম পর্বের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গ্যালারি চিত্রকে প্রদর্শনীটি শিল্পগুরু শিল্পাচার্য জয়নুল আবেদীন স্যারকে উৎসর্গ করে যৌথভাবে উদ্বোধন করেন টোনের প্রেসিডেন্ট চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠু, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অ্যাথেনা গ্যালারির কর্ণধার নিলু মোরশেদ, টোনের সাধারণ সম্পাদক শিল্পী মুনিরুজ্জামান এবং বিচারক মণ্ডলীর সভাপতি বিশিষ্ট শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার।
গত ১৪ নভেম্বর বিকেল ৫টায় গ্যালারি অ্যাথেনাতে দ্বিতীয় পর্বের প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন খ্যাতিমান সাহিত্যিক ও প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন, বিচারকমণ্ডলীর সদস্য বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী, সেলটেকের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সিরাজ এবং টোন সোসাইটির সভাপতি খালিদ মাহমুদ মিঠু।
এক লাখ টাকার গ্রান্ড পুরস্কার বিজয়ী হয়েছেন মোহাম্মদ রবিন, শ্রেষ্ঠ তৈলচিত্র যুক্তরাষ্ট্রের রেইমন্ড চাভুর, শ্রেষ্ঠ জলরং মো. আলাউদ্দিন, শ্রেষ্ঠ প্রিন্ট মেকিং কামরুজ্জামান, শ্রেষ্ঠ ভাস্কর্য ইসতিয়াক আকন সাকিব, শ্রেষ্ঠ ফিগারেটিভ আরাফাত করিম, শ্রেষ্ঠ প্রট্রেট জয়ন্ত সরকার, শ্রেষ্ঠ ল্যান্ডস্কেপ সাবা সুমাইয়া এবং টোন চিত্রক ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড পেয়েছেন মো. রাশেদ আলম।
শ্রেষ্ঠ সার্ক কান্ট্রি পুরস্কার পেয়েছেন ভারতের শার্মিলা আরাভিন্ড। এ ছাড়া শ্রেষ্ঠ ফরেন আর্টিস্ট এবং দুটি টোন অ্যাথেনা ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড এবং ছয়জন বিশেষ শিল্পীকে টোন গ্লো অ্যাওয়ার্ড দেওয়া হয়।
টোন সোসাইটির সভাপতি খালিদ মাহমুদ মিঠু বলেন, ‘জয়নুল আবেদীন একজন দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। মায়ের সোনার হার বিক্রি করে কলকাতায় পড়তে গিয়েছিলেন। সেই দরিদ্র পরিবারের ছেলেটি বাংলাদেশের চারুকলার ভুবনটি পালটে দিলেন, শিক্ষা, রুচি, দেশপ্রেম সবকিছুই শিখালেন আমাদের। তাই তাঁর একজন অনুসারী হিসেবে প্রদর্শনীটি গুরুকে উৎসর্গ করলাম আমরা।’
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, মিঠুর সঙ্গে আমার জীবনের প্রথম প্যাকেজ গানের শুটিং, তাঁর চলচ্চিত্রে আমার প্রথম চলচ্চিত্রে গান গাওয়া, প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়া এবং এবার প্রথম কোনো আন্তর্জাতিক মিনিয়েচার শিল্পকলা প্রদর্শনীর অতিথি হিসেবে আসা। টোন আর্ট সোসাইটির জয় আমাদের সবার জয়।
অ্যাথেনা গ্যালারিকে শিল্পের পৃষ্ঠপোষকতার সুযোগ দেওয়ার জন্য গ্যালারির কর্ণধার নিলু মোরশেদ টোন সোসাইটিকে ধন্যবাদ জানান।
শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার বলেন, খুব নিখুঁতভাবে টোন আর্ট সোসাইটি মিনিয়েচার শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করেছে যেমন তাঁর পুরস্কারের মান, সার্টিফিকেট, ডিসপ্লে, ক্যাটালক— সবই আন্তর্জাতিক মানসম্পন্ন। তিনি আরো বলেন টোন আর্ট সোসাইটি একদিন বিশ্বের এক নম্বর শিল্প সংগঠন হবে বলে আমার বিশ্বাস।
গ্যালারি চিত্রকে প্রদর্শনী চলবে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা এবং অ্যাথেনা গ্যালারিতে প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।