জাতীয় জাদুঘরে ‘জীবনের জন্য শিল্প’
বাংলাদেশ জাতীয় জাদুঘর নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে দেশের ৫৭ প্রথিতযশা শিল্পীর ২০০টি চিত্রকর্ম নিয়ে ল্যাবএইড ফাউন্ডেশনের উদ্যোগে ‘জীবনের জন্য শিল্প’ শিরোনামে শুরু হয়েছে ছয় দিনব্যাপী চিত্র প্রদর্শনীর।
প্রদর্শনীর সব চিত্রকর্ম বিভিন্ন সময়ে ল্যাবএইড আয়োজিত আর্ট ক্যাম্প থেকে সংগ্রহ করা হয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ল্যাবএইড তিনটি আর্ট ক্যাম্পের আয়োজন করে। প্রথম আর্ট ক্যাম্পটির আয়োজন করা হয় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ২০০৯ সালের জানুয়ারিতে। প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে এই আর্ট ক্যাম্পের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় আর্ট ক্যাম্পের আয়োজন করা হয় একই বছরের মার্চ মাসে। ক্যাম্পটির আয়োজন করা হয় মেঘনা নদীতে। তৃতীয় আর্ট ক্যাম্পের আয়োজন করা হয় ২০১৫ সালের (৭-১১) মে মাসে পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে।
এ রকম তিন-তিনটি সফল আর্ট ক্যাম্প আয়োজনের পেছনে যে উদ্দেশ্য কাজ করেছে তার মধ্যে প্রধান হচ্ছে, ল্যাবএইড হাসপাতালে আসা রোগীদের একটু স্বস্তি দেওয়া।
কারণ, আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীদের এভাবেই নির্দেশনা দেওয়া ছিল যেন প্রকৃতি, নিসর্গ আর বর্ণবৈচিত্র্য নিয়ে কাজ করা হয়, যাতে চিত্রকর্মগুলো রোগী ও তার স্বজনের মধ্যে আলাদা আবেদন তৈরি করে। কেননা, একটি সুন্দর নৈসর্গ আর বর্ণিল ছবি রোগে-শোকে ক্লিষ্ট মানুষকে কিছুটা সময়ের জন্য যে স্বর্গীয় অনুভূতি দেবে, তার মূল্য অপরিসীম।
আরেকটি উদ্দেশ্য এখানে গুরুত্বের দাবি রাখে তা হলো, দেশের শিল্প ও সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা প্রদান। আর্ট ক্যাম্পগুলোতে বিখ্যাত প্রবীণ শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীরাও অংশগ্রহণ করেছিলেন। তাঁদের সবার কাছ থেকে সংগৃহীত চিত্রকর্মগুলো ল্যাবএইড হাসপাতালের বিভিন্ন দেয়ালে প্রদর্শিত হয়েছে, যা প্রতিদিন হাসপাতালে আসা দুই থেকে তিন হাজার মানুষের সহজেই নজরে আসে।
এই চিত্রকর্মগুলো সবার সামনে পরিচয় করিয়ে দিতেই ল্যাবএইড ফাউন্ডেশনের এই চিত্র প্রদর্শনীর উদ্যোগ। শিল্প যখন জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়, তখন তা যেন আরো বেশি বাঙ্ময় হয়ে ওঠে, হয় অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ‘জীবনের জন্য শিল্প’—এই উদ্যোগ ল্যাবএইডের বিশ্বাস আর মূল্যবোধেরই বহিঃপ্রকাশ।
গত ৬ ডিসেম্বর বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রদর্শনীটি আগামী ২৩ ডিসেম্বর প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।