সাত বছর পর সালমান রুশদির নতুন উপন্যাস
সাত বছর পর বাজারে আসছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদির নতুন উপন্যাস। ‘টু ইয়ার্স এইট মানথস অ্যান্ড টোয়েন্টি এইট নাইটস (দুই বছর আট মাস ও আটাশ রজনী)’ নামের উপন্যাসটি আসছে সেপ্টেম্বরে বাজারে পাওয়া যাবে। বইটি বের করেছে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন বুক হাউসের অঙ্গপ্রতিষ্ঠান র্যান্ডম হাউস। গতকাল শনিবার হিন্দুস্তান টাইমসের খবরে এই তথ্য জানানো হয়।
বইটির প্রকাশক জোনাথন কেপ জানিয়েছেন, লোককাহিনীর সংকলন আরব্য রজনী অবলম্বনে উপন্যাসটি লিখেছেন রুশদি। এতে লোককাহিনীর মধ্য দিয়ে ইতিহাস, কল্পকাহিনী আর কালোত্তীর্ণ ভালোবাসাকে তুলে ধরেছেন তিনি।
প্রকাশক জানান, রুশদির অন্য সব সাহিত্যকর্মের তুলনায় নতুন উপন্যাসটির আয়তন সংক্ষিপ্ত, প্রায় ২৫০ পৃষ্ঠা। ম্যান বুকার পুরস্কারজয়ী রুশদির ‘মিডনাইটস চিলড্রেন’সহ অন্য বইগুলো বেশ বড় পরিসরে লেখা।
এর আগে রুশদির সর্বশেষ উপন্যাস ‘দ্য এনচ্যান্ট্রেস অব ফ্লোরেন্স’ প্রকাশ হয় ২০০৮ সালে। তবে এর মধ্যে ২০১২ সালে ‘জোসেফ এন্থন : এক স্মৃতিকথা’ নামে প্রবন্ধ সংকলন বের হয় তাঁর।
১১টি উপন্যাসের মধ্যে ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য বেশ বিতর্কিত হয়ে ওঠেন সালমান রুশদি। তাঁর অন্য উপন্যাসগুলোর মধ্যে ‘শালিমার দ্য ক্লাউন’, ‘শেইম’, ‘দ্য মুরস লাস্ট সাই’, ‘দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট’, ‘ফিউরি’ বেশ জনপ্রিয়।
ইউরোপীয় ইউনিয়নের আরিস্তেওঁ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন রুশদি। তিনি ব্রিটেনের রয়্যাল সোসাইটি অব লিটারেচার এবং ফ্রান্সের কমাঁদা ডি আর্ট ই ডি লেত্রার ফেলো। ২০০৭ সালের জুনে তাঁকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইটহুড খেতাব দেয় যুক্তরাজ্য।