শনিবার চতুর্দশ আহমদ ছফা স্মৃতিবক্তৃতা
বাংলাদেশের অন্যতম চিন্তক ও কথাসাহিত্যিক আহমদ ছফার স্মরণে আগামীকাল ‘আহমদ ছফা স্মৃতিবক্তৃতা’ অনুষ্ঠিত হবে। আহমদ ছফা রাষ্ট্রসভা ও এশীয় শিল্প-সংস্কৃতি সভার আয়োজনে এবারের স্মৃতিবক্তৃতার বিষয় ‘বাঙালি মুসলমানের ঐতিহ্য ও আজকের প্রেক্ষাপট’। এটি আহমদ ছফা স্মৃতিবক্তৃতার চতুর্দশ আয়োজন।
শনিবার সকাল ১০টায় ঢাকার বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই স্মৃতিবক্তৃতা। এতে বক্তব্য রাখবেন হায়দার আকবর খান রনো। সভাপতিত্ব করবেন অধ্যাপক কাজী কামরুজ্জামান।
অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো থাকবেন মনসুর মুসা, সলিমুল্লাহ খান, মোরশেদ সফিউল হাসান, সরদার আবদুস ছাত্তার, তাহমিদাল জামি ও আফজালুর রহমান।
আহমদ ছফা বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালের ৩০ জুন এবং মৃত্যুবরণ করেন ২০০১ সালের ২৮ জুলাই। ২০০২ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়।
প্রথাবিরোধী ও নির্মোহ এই লেখক ও ভাবুকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো—‘সূর্য তুমি সাথী’, ‘পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গপুরাণ’, ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’, ‘জাগ্রত বাংলাদেশ’ এবং ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’।