সেভেন্টিওয়ান পিক্সের ছবি প্রদর্শনী শুরু
বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান অরেঞ্জ বিডি লিমিটেড পরিচালিত দেশের প্রথম ফটোগ্রাফি ই-কমার্স সাইট 71Pix.com-এর উদ্যোগে “Words of Light” শিরোনামে তিন দিনব্যাপী এক ছবি প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল ধানমণ্ডির দৃক গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে রোববার (৬ নভেম্বর, ২০১৬) পর্যন্ত।
দৃক গ্যালারিতে প্রদর্শিত ছবিগুলো একইসময়ে 71Pix.com-এর সাইটেও (www.71pix.com ) প্রদর্শিত হবে- যা বাংলাদেশে এই প্রথম। এর মাধ্যমে প্রত্যেক আলোকচিত্রী তাঁদের ছবির একটি ভার্চুয়াল গ্যালারি পাচ্ছেন।
‘Words of Light’ ছবি প্রদর্শনীতে ‘Single photo’ এবং ‘Photo story’ বিভাগের মোট ১০০ ছবি প্রদর্শিত হচ্ছে। অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্য থেকে প্রদর্শনীর বিচারকদের রায়ে তিনজন আলোকচিত্রীকে নগদ অর্থ, সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হবে। প্রদর্শনীতে বিচারক হিসেবে আছেন দেশের খ্যাতনামা আলোকচিত্রী আবির আব্দুল্লাহ ও তানভীর মুরাদ তপু।
ধানমণ্ডির দৃক গ্যালারিতে প্রতিদিন দুপুর ২টা থেকে ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। আলোকচিত্র প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে আছে বৈশাখী টেলিভিশন, এনটিভি অনলাইন, বিবার্তা ২৪ ডটনেট ও ঢাকা এফএম ৯০.৪।