এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন পুরস্কার পেলেন হাসান-নোমান
চলতি বছরে এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান।
আজ শনিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মনোনীতদের হাতে সম্মাননা পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসান আজিজুল হককে এ পুরস্কার দেওয়া হয় বাংলা সাহিত্যে তাঁর সামগ্রিক অবদানের জন্য। ‘কালকেউটের সুখ’ উপন্যাসের জন্য অনূর্ধ্ব ৪০ বছরের নবীন সাহিত্য শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়েছে স্বকৃত নোমানকে। পুরস্কার হিসেবে তাঁদের দেওয়া হয়েছে পাঁচ লাখ ও এক লক্ষ টাকার চেক। এ ছাড়া তাঁদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদ।