রঙ্গপীঠ নাট্যদলের দুই যুগ পূর্তি উৎসব অনুষ্ঠিত

শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রঙ্গপীঠ নাট্যদলের দুই যুগ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হলো অর্থাৎ ২৪ বছর পূর্ণ করে ২৫ বছরে পদার্পণ করল ‘রঙ্গপীঠ নাট্যদল’। ‘নতুন কিছু কর নতুন কিছু গড়’ এই স্লোগানকে ধারণ করে সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছে রঙ্গপীঠ নাট্যদল।
রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বসে দলটির দুই যুগ পূর্তি আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, রঙ্গপীঠ সম্মাননা ছাড়াও নৃত্য, আবৃত্তি ও নাটকের প্রদর্শনী ছিল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
এ ছাড়াও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. আউয়াল হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস বোস বাবুরাম, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোটের সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ।
রঙ্গপীঠ নাট্যদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদ লিপন। আয়োজনটি সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস জুনাইবা ও মো. ফজলে রাব্বী।
১৯৯৯ সালে ১৮ অক্টোবর রঙ্গপীঠ নাট্যদলের পথ চলা শুরু করে। নাট্যদলের এখন পর্যন্ত মঞ্চ ও পথনাটকের শুদ্ধ প্রযোজনার সংখ্যা ১৬টি, যার মঞ্চায়ন ও প্রদর্শন সংখ্যা চার শতাধিক।