বইমেলায় আসছে আলোচিত ডা. সাবরিনার ‘বন্দিনী’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/08/422914023_1102638597540586_6705377621838407734_n.jpg)
এবারের অমর একুশে বইমেলায় আসছে আলোচিত-সমালোচিত ডা. সাবরিনা হুসেন মিষ্টি’র প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বন্দিনী’। তিন বছর বন্দিনী জীবনের কথা নিয়ে ডা. সাবরিনার এই গ্রন্থটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নিউজ মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। করোনাকালীন সময়ে ডা. সাবরিনা ও শাহেদ দীর্ঘদিন সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
ডা. সাবরিনা সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেধাবী ছাত্রী ছিলেন এবং পরবর্তীতে বিসিএস স্বাস্থ্যের মাধ্যমে নিয়োগকৃত একজন সরকারি ডাক্তার। কার্ডিয়াক সার্জন হিসাবে কর্মরত ছিলেন। নারীদের বন্দী দশার এক জলজ্যান্ত উপাখ্যান ‘বন্দিনী’ বইটি ডা. সাবরিনার জেল জীবনের লেখা।
লেখিকার গ্রন্থ স্বত্বে আহমেদ পাবলিশিং হাউজ থেকে প্রকাশিত ‘বন্দিনী’র প্রচ্ছদ মূল্য ৩৫০ টাকা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫৪১,৫৪২,৫৪৩,৫৪৪ নং স্টল সমূহে ২৫% কমিশনে গ্রন্থটি পাওয়া যাবে।