বাউল শাহ আবদুল করিম লোক উৎসব শুরু
সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শাহ আবদুল করিম লোক উৎসব’। শাহ আবদুল করিম পরিষদ এই উৎসবের আয়োজন করেছে।
উজানধল গ্রামেই ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বাউলসম্রাট শাহ আবদুল করিম।
শাহ আবদুল করিম পরিষদের সভাপতি (শাহ আবদুল করিমের ছেলে) বাউল শাহ নূর জালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিকাশের হেড অব ডিপার্টমেন্ট (রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স) হুমায়ুন কবির, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান খন্দকার, শাহ আবদুল করিম পরিষদের সাধারণ সম্পাদক ধ্রুপদ চৌধুরী, স্থানীয় কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরার হোসেন, ভাটি বাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদাল হোসেন, স্থানীয় বাসিন্দা রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পারমিতা দাস।
আলোচনায় বক্তারা বলেন, শাহ আবদুল করিমকে মানুষ ভালোবাসে বলেই তাঁর টানে এখানে ছুটে আসে। তিনি জীবনভর মানুষের মুক্তি, সাম্যের জন্য গান করে গেছেন। মানুষের কল্যাণ, মানুষের মুক্তিই করিমের দর্শন ও গানের মূল কথা। তাঁর সৃষ্টিকর্মের চর্চা বাড়াতে হবে। শুদ্ধ স্বরে ও কথায় তাঁর গান গাইতে হবে, এটা তিনি নিজেও চাইতেন।
বক্তারা আরও বলেন, শাহ আবদুল করিম এই উজানধলের বসন্ত বাতাসে, তাঁর প্রিয় নদী কালনীর জলে-ঢেউয়ে মিশে আছেন। মানুষই ছিল করিমের ধ্যান-জ্ঞান। শাহ আবদুল করিম লোক উৎসব হলো সাম্য-মৈত্রীর মিলন উৎসব।
উৎসবের উদ্বোধনী দিনে বাউল আবদুল করিমের জনপ্রিয় গান পরিবেশন করেন বাউল রণেশ ঠাকুর, আবদুর রহমান, সিরাজ উদ্দিন, প্রাণ কৃষ্ণ, লাল শাহ, আজগর আলী, শিপন আহমদ, আবদুল তোহায়েদ, শান্তা সরকার, শারমিন প্রমুখ।
আগামীকাল শুক্রবার গভীর রাতে শেষ হবে দুই দিনের এই ‘শাহ আবদুল করিম লোক উৎসব’।